আইনশৃংখলা কমিটির মাসিক সভায় বিভিন্ন যানবাহনের এলইডি হেড লাইট অপসারনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, ঃ

বগুড়ার “সান্তাহারে দৃষ্টি ক্ষতিকর এলইডি বাতি অপসারণ প্রয়োজন” শিরোনামে গত ১১ সেপ্টেম্বর রোজ: মঙ্গলবার দৈনিক চাঁদনী বাজার পত্রিকায় ৭নং পৃষ্টায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে আদমদীঘি উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভায় দৃষ্টি ক্ষতিকর এলইডি বাতি অপসারণের বিষয়টি অনেকেই উত্থাপন করেন। সভায় সিদ্ধান্ত হয় বিভিন্ন যানবাহনে ব্যবহৃত অনুমতি বিহীন এলইডি হেড লাইট অতিসত্বর অপসারন করা হবে। এসময় উপজেলা নির্বাহি অফিসার সাদেকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা, শহীদুল্লাহ দেওয়ান, ওসি জিআরপি আকবর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, প্রেসক্লাব সভাপতি হাফিজার রহমান, ইউপি চেয়ারম্যান এসএম বেলাল হোসেন, এরশাদুল হক, টিএসআই আব্দুল ওয়াদুদ, উপ-পরিদর্শক মহাদেব কুমার প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment