চুয়াডাঙ্গার জীবননগরে শিশু শ্রমিককে পিটিয়ে আহত করলো হোটেল মালিক

মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে এক হোটেল মালিকের নির্মম নির্যাতনের শিকার হয়ে শিশু শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, জীবননগর পৌর শহরের বাসস্টান্ড সংলগ্ন নাজিম হোটেলে কর্মরত মালেক (১১) নামের শিশু শ্রমিকের সাথে এই ঘটনা ঘটে। যেখানে এই বয়সে মালেকের স্কুলে যাবার কথা সহ পাঠিদের সাথে সময় কাটানো সহ খেলা ধুলা করার কথা সেখানে সে সংসারের অভাব মোচনের জন্য দিন মজদুরি হিসেবে হোটেলে কাজ করতে হচ্ছে। এ সমস্থ কাজে ছোট শিশুদের প্রাধান্য দেয় বেশী হোটেল মালিকরা। তাদের দিয়ে অল্প টাকায় অধিক পরিশ্রম করানো সম্ভব হয়। দেশে শিশুশ্রম বন্ধ করার জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহন করেছেন। তাদের কে বিনা পয়সায় লেখা পড়ার সুযোগ করে দিয়েছেন। কিন্তু এতো উদ্যোগ গ্রহন করার পরও দেশে শিশু শ্রম থেমে নেই। তার ওপর আবার শিশুদের প্রতি অত্যচার যেন দিনে দিনে বেড়েই চলেছে।প্রতিষ্ঠান মালিকের অত্যাচারে প্রতিনয়ত হাজার হাজার শিশু নির্যাতনের শিকার হচ্ছে । তেমনি জীবননগর উপজেলা শহরের পৌর বাসস্টান্ড সংলগ্ন নাজিম হোটেলের মালিক নাজিম ও তার ছেলে বাদল (২০) তাদের হোটেলে কর্মরত ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর এলাকার রায়পুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে শিশু শ্রমিক আব্দুল মালেক কে বুধবার সকাল ১০ টার দিকে রুটি তৈরীর বেলুন দিয়ে মাথায় প্রচন্ড জোরে আঘাত করে মারাত্মক ভাবে আহত করে। এমতাবস্থায় মালেককে স্থানীয় লোকজনের সহায়তায় জীবনননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে হোটেল মালিকের ছেলে বাদলকে স্থানীয় লোকজন উত্তম মাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এ বিষয়ে শিশু মালেক জানায় সে ওই প্রতিষ্ঠানে সে এক মাস যাবৎ কাজ করছে। তার সমুদয় পাওনা মিটিয়ে দিতে এবং তার প্রতি নির্মম নির্যাতনের বিচারের দাবী জানায় প্রশাসনের প্রতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment