বগুড়ার শেরপুরে বিদেশ পাঠানোর নামে যুবককে হত্যার চেষ্টা

 আবু বকর সিদ্দিক শেরপুর(বগুড়া)প্রতিনিধি

বগুড়ার শেরপুর বিনোদপুর গ্রামের প্রতারক চক্র বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নিয়ে এক যুবক কে হত্যার চেষ্টার ঘটনায় ১৩ মে সোমবার দুপুরে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়,উপজেলার বিনোদপুর গ্রামের মো: আব্দুর রাজ্জাকের ছেলে মো: রবিউল ইসলাম(২১) কে একই গ্রামের মো: বাহাদুর ইসলাম ও তার ছেলে মো: সংগ্রাম ৬মাস পূর্বে সৌদিআরব পাঠানোর নাম করে তার নিকট থেকে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তিতে প্রতারক চক্রের সদস্য সংগ্রাম গত ১২ মে সৌদি যাওয়ার জন্য তার ফ্লাইট নিশ্চিত হয়েছে বলে ভুক্তভোগি মো: রবিউল ইসলাম কে জানায়। সে মোতাবেক খুশিতে আত্মহারা যুবকটি গত ১১ তারিখে ঢাকা পৌছে। সেখানে গিয়ে সে তার এজেন্সির কাছে সাক্ষাত করে এবং তাকে বিদেশ গমনের কাগজ পত্র দেখিয়ে আকৃষ্ট করার চেষ্টা করলে কাগজ গুলো ভুয়া বললে প্রতারক চক্রের সাথে সে বাক বিতন্ডতায় জড়িয়ে পরে। পরবর্তিতে ভুক্তভোগী রবিউল কে জোড় করে তুলে নিয়ে রাজধানীর সায়েদাবাদ এলাকার একটি ঘরে আটক করে মারধর সহ তাকে হত্যার উদ্দেশে দুই হাতের তালুতে চাকু দিয়ে আঘাত করলে কেটে রক্তাক্ত ও জখম হয়। ঢাকা থেকে কৌশলে জীবন নিয়ে পালিয়ে এসে বর্তমানে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় তার বড় ভাই দুখু মিয়া শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment