ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনার তদন্তে ছাত্রলীগের তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উক্ত কমিটিকে তথ্য-উপাত্তসহ তদন্ত প্রতিবেদন দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির তিন সদস্য হলেন- আল নাহিয়ান খান জয়, ফুয়াদ হোসেন শাহাদাত ও পল্লব কুমার বর্মণ।
গতকাল সোমবার রাতে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় ইফতার পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়। সেইসঙ্গে উক্ত ঘটনার তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, সোমবার বিকেলে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা হওয়ার পর থেকে বিক্ষোভ করেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। বিক্ষোভের একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যান পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় দুগ্রুপের সংঘর্ষে ডাকসুর তিন নেতাসহ অন্তত আটজন আহত হন।