চুয়াডাঙ্গায় এতিম শিশুদের সাথে নিয়ে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

 মামুন মোল্লা,চুয়াডাঙ্গা (২০-৫-১৯)

চুয়াডাঙ্গায় বাংলা টিভির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর আনান্দ ভাগ করে নেওয়ার জন্য এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবরের সভাপতিত্বে রবিবার বিকাল চারটায় এক বর্ণাঢ্য র‍্যালী শেষে চুয়াডাঙ্গা সরকারী বালিকা শিশু সদন প্রাঙ্গনে এতিম শিশুদের সাথে নিয়ে কেক কেটে বাংলা টিভির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়। র‍্যালী শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব গোপাল চন্দ্র দাস। বিশেস অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) খোন্দকার ফরহাদ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো কলিমুল্লাহ।

বক্তব্য রাখেন প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ডালিম। আলোচনা সভার বক্তব্যে বক্তারা বলেন বাংলা টিভি মান সম্মত খবর প্রকাশ বিনোদন প্রদানের মাধ্যমে আরো এগিয়ে যাবে এই কামনা করেন। এবং বলেন বাংলা টিভির পথচলা আরো দীর্ঘ হোক। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার কৃষি ব্যাংক আঞ্চলিক শাখার এজিএম হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনির উদ্দীন, চুয়াডাঙ্গা সরকারী বালিকা শিশুসদনের তত্ত্বাবধায়ক রুম্মানা বিলকিস সহ উপস্থিত ছিলেন প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহআলম সনি,নতুন সময় টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের জেলা প্রতিনিধি জামান আক্তার, আনান্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল সজিব, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও চুায়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের যুগ্ম- সম্পাদক কামরুজ্জামান সেলিম, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আবু বকর সিদ্দিক হামিদুল, রাকিবুল হাসান, মেহেদী হাসান। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন বাংলা টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মামুন মোল্লা। আলোচনা শেষে চুয়াডাঙ্গা সরকারী বালিকা শিশু সদন প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথি সহ ৮৬ জন এতিম শিশুদের নিয়ে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইফতারের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বাংলা টিভির দীর্ঘ পথচলার জন্য দোয়া করেন চুয়াডাঙ্গা সরকারী কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ক্বারী মোঃ আক্তারুজ্জান শান্তি বিশ্বাস।

আপনি আরও পড়তে পারেন