বাংলাদেশের ভরসা পুরনোতেই!

প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিতে বিশ্বকাপের প্রস্তুতিটাও বেশ ভালোভাবে সেরে ফেলেছে মাশরাফী বাহিনী। দলের নতুন সদস্যরা ভাল করলেও বিশ্বকাপের আস্থার প্রতীক হয়ে দাঁড়াতে পারে পুরনো সদস্যরাই। তেমনটাই আভাস মিলেছে আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রি-দেশীয় সিরিজে।

২০১৫ সালের পর আবারও ধারাবাহিক ফর্মে ফিরে এসেছে ওপেনার সৌম্য সরকার। ত্রিদেশীয় সিরিজে তিনটি অর্ধশতকের সাহায্যে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে পেয়েছেন সেরা সাফল্য। মোসাদ্দেক হোসেন সৈকত কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে দলকে শিরোপার স্বাদ পাইয়ে দিয়েছেন।

মুস্তাফিজুর রহমান ছয় উইকেট নিয়ে পুরনো ঝাঁজ দেখাচ্ছেন। মোহাম্মদ মিথুন ও লিটন সরকারও বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিয়েছেন, ভালো করার ইঙ্গিত দিচ্ছেন। মেহেদী মিরাজ প্রতিপক্ষের রানের গতি শ্লথ করে দিতে সক্ষম। মাঠে তার আন্তরিকতা লক্ষ্যনীয়।

অপরদিকে, মাহমুদুল্লাহ রিয়াদ, উইকেটরক্ষক মুশফিকুর রহিম আছেন ধারাবাহিক ফর্মে। এই সিরিজের ফাইনাল ম্যাচে দুজনের ব্যাট থেকে আসে দুটি দৃষ্টিনন্দন ছয়।

মাশরাফী বিন মোর্ত্তজা দলকে সামনে থেকে শুধু দারুণভাবে নেতৃত্বই দিচ্ছেন না, বল হাতে যে ফুরিয়ে যাননি প্রমাণ রেখেছেন এই সিরিজে। ব্যাট হাতে তামিম ইকবাল, বোলিং-ব্যাটিং দুই ক্ষেত্রে সাকিব আল হাসান বরাবরের মতো আস্থার স্বাক্ষর রাখার ইঙ্গিত দিচ্ছেন।

সৈকত, আবু জায়েদ রাহী, লিটন দাস প্রথম বিশ্বকাপে নিজেদের প্রমাণ করার সবটুকু আয়োজন সম্পন্ন করেছেন। তবে নতুনদের ভীড়ে দলের হাল হয়তো থাকবে সেই পুরনোদের হাতেই।

আপনি আরও পড়তে পারেন