ইউএনওর মোবাইল নম্বর ‘ক্লোন’ করে প্রতারণার চেষ্টা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদের অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ‘ক্লোন’ করে প্রতারণার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত শুক্র ও শনিবার সন্ধ্যার পর থেকে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিকট ওই মোবাইল নম্বরে থাকা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে উপজেলার সবাইকে সাবধান থাকতে অনুরোধ জানান ইউএনও রুবেল মাহমুদ। তিনি দৈনিক আগামির সময়কে বলেন, ‘আমার অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭৮৪০৯০৮০৬। একদল দুর্বৃত্ত ক্লোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করছে। এখন পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ফোন করে বিকাশের মাধ্যমে প্রতারণা করার চেষ্টা করা হয়েছে।’

তিনি জানান, এ ঘটনা থেকে রক্ষা পেতে ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে তিনি প্রতারণা থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন।

মরিয়মনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন আরেং বলেন, ‘গতকাল শনিবার সন্ধ্যার পরেই ইউএনও স্যারের নম্বর থেকে একটি ফোন আসে। বলা হয়, বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া হবে। এর জন্যে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা দাবি করেন। বিষয়টি ইউএনও স্যারকে জানালে আমাকে সিম ক্লোনের বিষয়টি অবগত করেন ও সচেতন থাকার জন্য বলেন।’

তাকে ছাড়াও আরও সাত থেকে আটজন প্রধান শিক্ষকের কাছে এমন ফোন এসেছে বলেও জানান এ প্রধান শিক্ষক।

আজ রোববার এ বিষয়ে কথা বলতে গেলে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনি আরও পড়তে পারেন