আফগানিস্তানকে খোঁচা দিয়ে জবাব রুবেলের

বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের অনেকেই আশা করেছিলেন, হয়তো সাকিবদের পর্যুদস্ত করতে পারবেন তারা। তবে সেই ম্যাচেও জয়ের খাতা খুলতে পারেনি আফগানিস্তান। ৬২ রানে হেরে বসে তারা।

এখন পর্যন্ত তাদের খেলা সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে আফগানিস্তান। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ডে নাম লিখিয়েছে জিম্বাবুয়ের পাশে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে টাইগারদের একপ্রকার হুমকিই দিয়ে বসেছিলেন আফগান অধিনায়ক গুলবাদিন নায়েব। তিনি বলেছিলেন, আমরা তো ডুবে গেছিই, এবার তোমাদের সঙ্গে নিয়ে ডুববো।

গুলবাদিন নায়েব আসলে বোঝাতে চেয়েছিলেন, নিজেরা টুর্নামেন্ট থেকে যেভাবে ছিটকে গেছেন, বাংলাদেশকে হার উপহার দিয়ে সেভাবেই টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে চান। তবে মাঠের খেলায় আফগানদের সেই সুযোগই দেয়নি বাংলাদেশ। টাইগারদের কাছে পাত্তাই পায়নি আফগানিস্তান।

আফগানদের এমন হারের পর তাদেরকে খোঁচা মেরে টুইট করেছেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন।

বাংলাদেশের এক সাংবাদিকের টুইটের রিটুইটে তিনি গুলবাদিন নায়েবকে ম্যানশন করে লিখেন, দুঃখিত বন্ধু। তোমাদের সঙ্গে এমন যাত্রায় যাওয়ার আগ্রহ নেই আমাদের।

আপনি আরও পড়তে পারেন