নওগাঁর সাপাহারে রিক কর্তৃক ৩০জন মেধাবী শিক্ষার্থীকেউপ-বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর সাপাহারে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্সইন্টিগ্রেশন সেন্টার(রিক) এর অতিদরিদ্র সদস্যেদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তিপ্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিক-নওগাঁ-১ এরিয়া কার্যালয়ে এরিয়া ম্যানেজারমুঞ্জুরুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপ বৃত্তি প্রদান অনুষ্ঠানে রিসোর্স ইন্টিগ্রেশনসেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়িত ও ইউপিপি- উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় উপজেলার৩০ জন অতিদরিদ্র অসহায় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি হিসেবে প্রতি জন কে ১২হাজারটাকা হিসেবে মোট ৩ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মুিনরুলইসলাম,সংস্থার জোনাল ম্যানেজার মুহা: আব্দুল আলিম,শাখা ব্যবস্থাপক রানা আহম্মেদ, লক্ষনচন্দ্র, আমিনুল ইসলাম, এটিও বকুল শাহ প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন