কারাগারে ‘দেশি পিস্তল’ হাতে সাজাপ্রাপ্ত কয়েদি, ভিডিও ভাইরাল

কারাগারের ভিতর দেশি পিস্তল হাতে সাজাপ্রাপ্ত কয়েদি! হ্যাঁ, এমনটাই দেখা গেছে একটি ভিডিওতে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের একটি কারাগারে ধারণ করা সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও নিয়ে শুরু হয় সমালোচনা।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভাইরাল ভিডিওটি নিয়ে বুধবার কারা কর্তৃপক্ষ জানায়, ওই পিস্তলটি আসল নয়, বরং নকল। এটি মাটির তৈরি। আর সেটা ‘আসল’-এর মতো দেখাচ্ছে তার কারণ ওই দুই কয়েদির একজন দারুণ ছবি আঁকে।

কারা কর্তৃপক্ষ আরো জানায়, ওই দুই কয়েদির নাম অমরীশ ও গৌরব প্রতাপ সিংহ। গৌরবকে অঙ্কুর নামেও ডাকা হয়। ২৩ জুন ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

কর্তৃপক্ষ জানায়, বিষয়টিকে তাঁরা ‘গুরুত্ব’ দিয়ে দেখছেন। তদন্তে উঠে এসেছে কয়েকজন জেল কর্মকর্তা ওই কয়েদিদের সঙ্গে আঁতাত করে জেল প্রশাসনকে চাপ দিতে ওই পরিকল্পনা করেছে।

কর্তৃপক্ষ আরো জানায়, ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও এটি গত ফেব্রুয়ারি মাসের। কারণ, কয়েদিদের শরীরে শীতকালীন পোশাক পরে থাকতে দেখা যাচ্ছে।

জানা যায়, গৌরব খুব ভালো ছবি আঁকে। তার নিপুণ নির্মাণশৈলীতে মাটির বন্দুককেই আসলের মতো দেখাচ্ছে।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন