দ্বিতীয় দিনে টিকিট বিক্রি দ্বিগুন

শুক্রবার ‘আব্বাস’ ছবির মাধ্যমে দর্শকদের সামনে ভিন্ন লুকে হাজির হয়েছেন চিত্রনায়ক নিরব। যে লুকে আগে কখনও দেখা যায়নি তাকে। যেখানে পুরান ঢাকার অনাথ শিশু থেকে ত্রাস হওয়ার গল্প ফুটে উঠেছে।

পুরান ঢাকার গল্পে তৃতীয় ছবি নির্মাণ করেছেন পরিচালক সাইফ চন্দন। যেখানে নাম ভুমিকায় অভিনয় করেছেন নীরব।  ৩৭টি হলে মুক্তি পেয়েছে ‘আব্বাস।  মুক্তির প্রথম দিনে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে ছবিটি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুকের কল্যাণে ঢাকার হলগুলো দর্শক সমাগমের ভিডিও দেখেছেন অনেকেই। খবর পাওয়া গেলো রাজধানীর বাইরের হলেও ভালো যাচ্ছে আব্বাস।

খুলনা শঙ্খ আর লিভাটি হলে খোঁজ নিয়ে সেখানে দ্বিতীয় দিনে প্রথম দিনের চেয়ে দুপুর ১২টার শো’তে দ্বিগুন টিকিট বিক্রির খবর পাওয়া গেলো। হল কর্তৃপক্ষ নিশ্চিত করলেন এ তথ্য। নিশ্চিত করলেন আব্বাসের নায়ক নিরবও।

অনাথ এক কিশোর কীভাবে এলাকার ত্রাস হয়ে ওঠে সে গল্পই মূলত উঠে এসেছে ‘আব্বাস’ চলচ্চিত্রে। যেখানে নাম ভুমিকায় অভিনয় করেছেন নিরব।

পুরান ঢাকার ফরাশগঞ্জ এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। যেখানে চিত্রনাট্যে নিখুঁতভাবে ফুটে উঠেছে এলাকার রাজনীতির মারপ্যাচ। আব্বাস নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কেমন? তা জানতে মুক্তির প্রথমদিনই রাজধানীর হলগুলোতে ঘুরে বেড়িয়েছেন এর কুশলীরা।

রাজধানীর স্টার সিনেপ্লেক্স, মধুমিতা,বলাকা,সেনা,শাহীন,পুনম, এশিয়া, পূরবীসহ বেশ ক’টি হলে চলছে ছবিটি। ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি নিয়ে মধুমিতা সিনেমা হলের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ছবিটি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো যাচ্ছে। বাংলাদেশ-পাকিস্তানের খেলার মাঝেও সিনেমা হলে দর্শকের উপস্থিতি মুগ্ধ করেছেন আমাদের। আশা করি পুরো সপ্তাহ ছবিটি ভালো যাবে।

ছবিটিতে নিরবের নায়িকা হিসেবে আছেন সোহানা সাবা। আছেন সূচনা আজাদও। আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলেকজান্ডার বো, জয়রাজ, ডন, শিমুল খান, ইলোর গহর প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন