রোয়াংছড়ি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ;৭দিন পর মিলেছে বিদ্যুৎ

বান্দরবান প্রতিনিধি বশির আহমেদ,

বান্দরবানের রোয়াংছড়িতে ভারী বর্ষণ বান্দরবান-রোয়াংছড়ি সড়কে এখনোযান চলাচল বন্ধ রয়েছে। ১২ দিনের পরও যান চলাচলের বন্ধ থাকার রাস্তার মাটিঅপসারণের কাজে রোয়াংছড়ি সিএনজি সমিতির উদ্যোগে ১৯ জুলাইশুক্রবার সকাল থেকে কাজ শুরু করেছে।এদিকে রোয়াংছড়িতে বন্যার পানিতে কবলিত হয়ে ৭দিনের পর মিলেছেবিদ্যুৎ। তবে বিদ্যুৎ অফিসের স্টাফের গাফিলতির কারণে ১ ঘন্টার ও স্থিতথাকে না বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগের ও গাফিলতি কারণে ব্যাপক লোডশেডিংহয়েছে। ফলে নেটওর্য়াক ও বন্ধ হয়ে যাওয়ায় সব ধরণে যোগাযোগেবিছিন্ন রয়েছে। বন্যা কবলিত এলাকায় ঘুরে দেখা গেছে লক্ষ লক্ষ টাকাপরিমাণে শাক সবজি ও ধান ক্ষেত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতবাড়িপানিতে ডুবে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। এখন প্রায় এলাকার মানুষগৃহহীন হয়ে পড়েছে। ইতিমধ্যে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলাআওয়ামী লীগ ও রোয়াংছড়ি থানা পুলিশের পক্ষ থেকে বন্যার্তদের মাঝেশুকনো খাবার সহ ত্রাণ বিতরণ করা হয়েছে। সূত্রে জানা গেছে, সড়ক ও জনপদঅফিসের স্টাফের গাফিলতি কারণে এখনো রাস্তার কাজ শুরু করা হয়নি।১২দিনের পরও যান চলাচলের বেহাল দশা হওয়ায় এলাকার বাসী ও সংশ্লিষ্টসচেতন মহল থেকে সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।যান চলাচল বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ ওব্যবসায়ীরা।এ ব্যাপারে জানতে বান্দরবানে সড়ক ও জনপদ বিভাগের রোয়াংছড়ি উপজেলারদায়িত্ব প্রাপ্ত স্টাফ উপসহকারী অংশৈপ্রু মারমা বামং এর সাথে ফোনেযোগাযোগ করা হলে তিনি বলেন, অফিসের গাড়ি নষ্ট হওয়ার কারণে কাজকরতে দীর্ঘায়ী হয়েছে। তবে আগামীকাল থেকে রাস্তার মাটি অপসারণেকাজ শেষ করা হবে।

আপনি আরও পড়তে পারেন