জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহের হার্টে সফলভাবে পরানো হয়েছে। রিং পরান ল্যাব এইডের হৃদরোগ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান।
শনিবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে এ রিং পরানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পীর মিসবাহের বড় ভাই বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমান। তিনি ছোট ভাইয়ের সুস্থতায় সকলের দোয়া কামনা করেছেন।
এর আগে গত মার্চে হৃদরোগে আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হলে পীর মিসবাহের হার্টে দ্বিতীয় রিং পরানো হয়।
উল্লেখ্য, ২০০৪ সালে ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অশোক ধর পীর মিসবাহের হার্টে প্রথম রিং পরান।