ঈদযাত্রায় শেষ দিনে ট্রেনের টিকিট বিক্রি চলছে

আসন্ন ঈদুল আজহার আগাম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুর রেলস্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড় কম দেখা গেছে। তবে কাউন্টারে ধীর গতিতে টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ টিকিট প্রত্যাশীদের।

ঈদের অগ্রিম টিকিট বিক্রির সিডিউল অনুযায়ী শুক্রবার (০২ আগস্ট) বিক্রি হচ্ছে ১১ আগস্টের টিকিট। টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৯টায়।

এবারও কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে। নন এসি টিকিটের চাহিদা কম থাকলেও এসি টিকিটের চাহিদা আছে আগের মতোই। এসি টিকিট প্রত্যাশী কয়েকজন কাউন্টারের সামনে অবস্থান নেন গত রাত থেকেই।

ঈদ শেষে ফিরতি টিকিটের ক্ষেত্রে ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেয়া হবে। রেলে প্রতিদিন দুই লাখ ৭৭ হাজার মানুষ চলাচল করলেও ঈদের সময় তা বেড়ে প্রায় চার লাখে দাঁড়াবে।

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন