গির্জা পরিদর্শনে গোপালগঞ্জে মার্কিন রাষ্ট্রদূত মিলার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জা পরিদর্শন করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

শুক্রবার (২ আগস্ট) সকালে তিনি গির্জা পরিদর্শন করেন। ২০০১ সালে বানিয়ারচর গির্জায় বোমা হামলায় নিহত ১০জনের কবরে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্জ্বলন করে তিনি শ্রদ্ধা জানান। পরে তাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেন।

বানিয়ারচর গির্জা পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মিলার বলেন, ২০০১ সালে বানিয়ারচর গির্জায় বোমা হামলায় বানিয়ার চর ক্যাথলিক গির্জায় যে বোমা হামলা ঘটেছে তার জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে শোক প্রকাশ করছি।

রবার্ট মিলার শিশুদের পরিবেশিত মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান উপভোগ করেন। এসময় তার সহধর্মীনি মিচেল এডিলমেন, গির্জার ফাদার ফরেজা রোম রিকো গোমেজ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান তাসলিমা আলি, ফাদার সঞ্জয় গোমেজ, ফাদার নাদারুচ গোমেচ, জলিরপাড় ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগীসহ বানিয়ারচর গির্জা ট্রাজেডিতে নিহতদের পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন