ফরিদপুরে ভুয়া আইনজীবী গ্রেফতার

 ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর আইনজীবী সমিতি মিলণায়তনে ভুয়া আইনজীবী গ্রেফতার করেছে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ। বুধবার দুপুর ১২.০০ টায় দায়রা জজ আদালত থেকে এ মোঃ মনিরুজ্জামান মুন্সি নামে ভুয়া আইনজীবী গ্রেফতার হয়। সে গোপালগঞ্জ জেলা মুকসেদপুর উপজেলার ঝাকর গ্রামের মৃত আঃ হক মুন্সীর ছেলে। প্রতক্ষদর্শীরা জানান, বুধবার সকালে সালথা থানার একটি মামলায় আসামী পক্ষের হইয়া জামিন শুনানীতে অংশ নেওয়ার জন্য ফরিদপুর জজ কোর্টে আসেন । তার আচরণ সন্দেহ জনক হওয়ায় ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ কে এম হাবিবুর রহমান হাফিজের জিজ্ঞাসাবাদে ভুয়া আইনজীবী জানান, সে ঢাকা কোর্টে প্রাকটিস করেন ,এক পর্যায়ে তাকে তার পরিচয় পত্র দেখাতে বলেন তিনি অপারগত প্রকাশ করেন। সে সময় অন্যান্য আইনজীবীদের সহায়তায়তা তাকে ধৃত করে পুলিশের হেফাজতে দেওয়া হয়। আইনজীবী সমিতির সদস্যরা জানান এরকম কৃতকর্মের জন্য তাকে জেল হাজতে প্রেরণের জন্য জোর দাবি জানান। এসময় জনতার মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।

আপনি আরও পড়তে পারেন