মাটিতে নয়, শূন্যে চলবে সাইকেল (ভিডিও)

মাটির উপর দিয়ে সাইকেল চলছে, জম্ম থেকেই দেখে আসছেন। কিন্তু কখনো কি দেখেছেন, সাইকেল শূন্যে চলতে? নাকি শুনেছেন? এবার বাস্তবে এমন ঘটনার জম্ম দিয়েছেন চেক রিপাবলিকের বিজ্ঞানীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, চেক রিপাবলিকের বিজ্ঞানীরা উড়ন্ত এই সাইকেল আবিষ্কার করেছেন। সাইকেলের নাম দিয়েছেন  ‘ফ্লাইং বাইসাইকেল’। তবে এটি নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ নয়। এটার ওজন ৯৫ কিলোগ্রাম। তবে এটি কিভাবে ক্রেতাদের জন্য সুবিধাজনক অবস্থানে নিয়ে আসা যায়, তা নিয়ে এখনো কাজ চলছে। এটি বিদ্যুতের মাধ্যমে শূন্যে চলবে বলে জানান তারা।

চেক রিপাবলিকের রাজধানী প্রাগে এই উড়ন্ত সাইকেলের সফল পরীক্ষা চালানো হয়েছে। জানা গেছে, সাইকেলটি চূড়ান্তভাবে পরীক্ষাতে সফল হয়েছে। তবে এখনই এটি বাজারে আসবে না।

বিজ্ঞানীরা জানান, আরও কিছু ছোট-খাটো পরীক্ষা শেষে কিছুদিনের মধ্যেই এই সাইকেল বাজারে ছাড়া হবে। চেক রিপাবলিকের তিনটি সংস্থা মিলে বিশ্বের এই প্রথম উড়ন্ত বাইসাইকেল বাজারে নিয়ে আসার পরিকল্পনা করছে। যদিও তা আসতে এখনো বছরখানেক সময় লেগে যাবে বলে মনে করা হচ্ছে।

আপনি আরও পড়তে পারেন