বঙ্গবন্ধু সেতুতে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটে।

ফলে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় দিয়ে ওঠার সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয় নাই।’

‘এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বগিটি উদ্ধারে ঢাকা থেকে সংশ্লিষ্টরা রওনা দিয়েছেন’, বলেন ওসি।

এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে আটকা পড়ে রয়েছে। এ ছাড়া দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে রয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।

আপনি আরও পড়তে পারেন