আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না টাইগাররা

প্রথম ওভারে আউট হয়ে সূচনা করেছিলেন সাদমান ইসলাম। সেই মিছিলে যোগ দিলেন সৌম্য, লিটন, সাকিব এমনকি মুশফিকও।

আফগান বোলারদের তাপে টিকতেই পারছেন না টাইগাররা। খেলা পরিণত হয়েছে আসা যাওয়ার মিছিলে।

সাদমানের পর এলবিডব্লিউর শিকারই হন সৌম্য সরকার। সাদমানের বিদায়ের পর জুটি বেধে বিপর্যয় কাটানোর চেষ্টা করেছিলেন সৌম্য আর লিটন কুমার দাস।

৩৮ রানের জুটি গড়ে এ দু’জন অনেকটাই সাবলিল হয়ে ওঠার চেষ্টা করছিলেন। কিন্তু ভুলটা করে বসলেন সৌম্য। মোহাম্মদ নবির সোজা লেন্থ বলে এলবিডব্লিউর শিকার হয়ে গেলেন সৌম্য। ৬৬ বলে ১৭ রান করে বিদায় তিনি।

সৌম্য বিদায় নেয়ার পর মুমিনুল হকের সঙ্গে জুটি বাধার চেষ্টা করছিলেন লিটন দাস। কিন্তু দলীয় ৫৪ রানের মাথায় রশিদ খানের ঘূর্ণিতে আউট হন লিটন। তিনি ব্যক্তিগত ৩৩ রানে বিদায় নেন।

এরপর সাকিব ও মুশফিকও শিকার হন রশিদ খানের। সাকিব ১১ রান করে এলবিডব্লিউ আর মুশফিক ০ রানে বিদায় নেন ক্যাচ দিয়ে।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৮ রান। ২৭ রান নিয়ে মুমিনুল হক ক্রিজে আছেন।

প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ৩৪২ রানের বিশাল স্কোর গড়ে তোলে আফগানরা। সেঞ্চুরি করেছিলেন রহমত শাহ। জবাব দিতে নেমে কঠিন বিপদেই পড়ছে বাংলাদেশ।

আপনি আরও পড়তে পারেন