দোহারের মাহমুদপুরে ফারুক উজ্জামান সভাপতি, মাসুদ পত্তনদার সাধারণ সম্পাদক নির্বাচিত

দোহারের মাহমুদপুরে ফারুক উজ্জামান সভাপতি, মাসুদ পত্তনদার সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত সমাজ সেবক জনপ্রিয় ব্যক্তিত্ব ফারুক উজ্জামান পেশাকার ঢাকা দোহার উপজেলা মাহমুদ পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মোঃ মাসুদ পত্তনদার সাধারণ সম্পাদক আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছে। প্রকাশ থাকে যে দোহারের মাহমুদপুর ইউনিয়ন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কাজীম উদ্দিন পেশকারের মেঝো ছেলে এ্যাডভোকেট ফারুক উজ্জামান পেশাকার বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী থাকায় ৫ সদস্য বিশিষ্ট কমিটি নিয়োগ দিয়ে তারা সমঝোতার মাধ্যমে মাসুদ পত্তনদারকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত ঘোষণা করেন। এবং বাকী দুই প্রার্থীকে সালমান এফ রহমান এমপির’ সাথে পরামর্শ সাপেক্ষ উপজেলা আওয়ামীলীগের কমিটি ভুক্তি করার আশ্বাসে বিষয়টি সুরাহা হয়। ফলে কোন ভোটাভুটিতে যেতে হয়নি নির্বাচন কমিটির। গতকাল ৩০ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার হরিচন্ডি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি ও উদ্বোদক হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এর উপস্থিতিতে ফারুক উজ্জামান পেশাকারের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ও নির্বাচিত সাধারণ সম্পাদক মাসুদ পত্তনদার এর সঞ্চালনায় ঢাকা জেলা দোহার উপজেলার মাহমুদ পুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ এর অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম, অন্যতম সদস্য লায়ন আব্দুস সালাম চৌধুরী,আখম করম আলী,সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ,পিয়ার হোসেন মুন্সী, জয়নাল আবেদিন, আলমাছ কমিশনার, সাজ্জাদ হোসেন সুরুজ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার। নির্বাচিত হওয়ার পর সভাপতি ফারুক উজ্জামান পেশাকার দৈনিক আগামীর সময়কে বলেন আজ সর্বপ্রথম স্বরণ করছি আমরা বাবাকে তিনি এই মাহমুদ পুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তার উপদেশের ভিত্তিতে ইউনিয়নের জনগন ও পরিবারের সাথে সম্পর্ক থাকায় তাদের যতটুকু আল্লাহ তৌফিক দেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর বেসরকারি শিল্প ও উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সহযোগিতা এবং উপজেলার আওয়ামিলীগের নির্দেশ মোতাবেক এলাকার উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন