‘টেনশন করছি না, ১০ দিনের মধ্যে জামিন পাবেন হারুন

শুল্কমুক্ত গাড়ি ক্রয়ের পর তা বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে বিএনপির এমপি হারুন অর রশিদকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে হারুনের স্ত্রী ও বিএনপির সাবেক এমপি আসিফা আশরাফি পাপিয়া আশা করছেন আগামী ১০ দিনের মধ্যে তার স্বামীর জামিন হয়ে যাবে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনের কারাদণ্ডের আদেশ দেন।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হারুনের স্ত্রী পাপিয়া বলেন, রায় নিয়ে টেনশন করছি না, আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে হারুনের জামিন হয়ে যাবে।

এদিন পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি এমপি হারুনকে ৫০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের জেলের আদেশ দেয় আদালত।

বিএনপির এমপি হারুনের ৫ বছরের কারাদণ্ড

আপনি আরও পড়তে পারেন