স্বাগত জানিয়ে নতুন কমিটির কাছে নির্বাচন চাইল বিএনপি

আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়েছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখতে নতুন কমিটিকে আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে ৩০ ডিসেম্বর গণতন্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে দলীয় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে শনিবার বিকেলে বৈঠকে বসে বিএনপি। লন্ডন থেকে স্কাইপে বৈঠকের সভাপতিত্ব করেন দুর্নীতির মামলায় দণ্ডিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ৩ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানান তিনি।

তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রামের জন্য অতীতে অনেক গৌরবময় ত্যাগ আওয়ামী লীগের রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন দলের হাতে বার বার গণতন্ত্র নিহত হয়েছে। আশা করবো নতুন কমিটি অতীতের অপকর্মকে ভুলে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে অতি দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে।

এর আগে সকালে নয়াপল্টনে এক মিলাদ মাহফিলে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো দিক নির্দেশনা না আসায় আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে জাতি হতাশ হয়েছে।

দলের অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপির কাউন্সিলসহ স্বাভাবিক রাজনীতির পরিবেশে বাধা সৃষ্টি করছে সরকার।

 

আপনি আরও পড়তে পারেন