নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
“মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’’ এই স্লোগানে ঢাকার নবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে শহীদ মিনার সড়ক প্রদক্ষিণ করেন। ফিরে এসে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহন করেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা খাদ্য কর্মকর্তা ইসরাত জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন, উপ-সহকারি প্রকৌশলী মো. শওকত, পিআইও অফিস কর্মকর্তা আব্দুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুস সালাম, উপ-পরিদর্শক দয়াময় দেব, আলী, নবাবগঞ্জ থানা পুলিশের উপ- পরিদর্শক আব্দুল জলিল, সহকারি উপ-পরিদর্শক আবু সাঈদ, সাবেক প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীন, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দীন রুমি প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন