২০১৯ সালে কাশ্মিরে নিহত ৩৬৮ জন

২০১৯ সালে কাশ্মিরে নিহত ৩৬৮ জন

 

ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরে গেল বছর ৩৬৮ জন নিহত হয়েছেন। স্থানীয় একটি মানবাধিকার সংগঠন জম্মু অ্যান্ড কাশ্মির কোয়ালিশন অব সিভিল সোসাইটি (জেকেসিসিএস) এর বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে আনাদলু জানায়, নিহতদের মধ্যে ৮০ জন বেসামরিক, ১৫৯ জন স্বাধীনতাকামী এবং ১২৯ জন ভারতীয় নিরাপত্তাকর্মী। নিহত বেসামরিক লোকদের মধ্যে ১২ জন নারী।

যদিও ভারত সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো, কাশ্মিরে বেসামরিক কেউ মারা যায়নি। কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।

প্রতিবেদন অনুসারে, বেসামরিকদের মধ্যে নিরাপত্তাকর্মীদের হাতে নিহত গেছেন ১৯ জন, ভারত-পাকিস্তানের মধ্যে হামলায় নিহত হয়েছেন ১৭ জন এবং অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ২৮ জন।

উল্লেখ্য, গেল বছরে ভারতীয় সশস্ত্র বাহিনী এবং স্বাধীনতাকামীদের মধ্যে ৮৭টি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার। এর পরপরই কঠোর সামরিক নিরাপত্তা জারির পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ করে দেয়া হয়। কাশ্মিরের নেতাদের কাউকে কারাবন্দি কাউকে গৃহবন্দি করে রাখা হয়। জারি করা হয় কারফিউ। প্রতিবাদী জনতা কারফিউ ভেঙেই রাস্তায় নেমে আসে।

আপনি আরও পড়তে পারেন