আন্দোলনে শিক্ষার্থীরা, ক্রিকেট লিগ উদ্ধোবনে উপাচার্য

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তাল বিশ্ববিদ্যালয়। নির্যাতিত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলনে করছে।

এদিকে আজ মঙ্গলবার ‘বঙ্গবন্ধু টিচার্স ক্রিকেট লীগ’ এর উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির চেয়ারম্যান মো. হাসিবুর রশীদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অসীম সরকার, শিক্ষক সমিতির নেতা জিয়াউর রহমান প্রমুখ তার সঙ্গে ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে বিজ্ঞপ্তির সঙ্গে উপাচার্যের ক্রিকেট লিগ উদ্বোধনের একটি ছবি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

ছবিটি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের সমালোচনায় মুখর হয়েছেন শিক্ষার্থীদের কেউ কেউ। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গত রোববার রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার হন ঢাবির এক ছাত্রী। পরে গভীর রাতে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকা মহনগর হাকিম বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে এই নির্দেশ দেন।

আপনি আরও পড়তে পারেন