নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর গণনা শুরু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর গণনা অনুষ্ঠান করা হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলা পরিষদ চত্তরে জড়ো হতে থাকে প্রশাসন এবং আওয়ামীলীগের নেতাকর্মীরা। এসময় চত্তরে প্রদর্শিত প্রোজেক্টরে প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই উপজেলা চেয়ারম্যান ও আ’রীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ও ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু রশি টেনে পর্দা সরিয়ে গণনার ডিজিটাল বোর্ড উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলাম, থানার ওসি মোস্তফা কামাল, আ’লীগ নেতা- মমতাজ উদ্দীন আহমেদ, মিজানুর রহমান কিসমত, আবুল কালাম আজাদ দারু, মো. জালাল উদ্দীন, মো. ইব্রাহীম খলিল, রেজাউর রহমান রেজা, দেওয়ান আওলাদ হোসেন, শাহীন খান প্রমূখ। রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়।

আপনি আরও পড়তে পারেন