মেয়র নয়, সেবক হতে চাই: তাপস

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর বিজিবির তিন নম্বর গেট এলাকায় নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।

আমি মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসীর সেবক হিসেবে কাজ করতে চান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস।

তাপস বলেন, নির্বাচিত হলে প্রথমেই সিটি করপোরেশনের হেল্পলাইন নম্বর চালু করব। এই নম্বটির মাধ্যমে ঢাকাবাসী যেকোনো সমস্যা এবং অভিযোগ জানাতে পারবেন। হেল্পলাইনের মাধ্যমে তাদের সমস্যার সমাধান না হলে, সরাসরি মেয়রের সঙ্গে যোগাযোগ করতে পারবেন নগরবাসী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হবে একটি সেবাদানকারী সংস্থা উল্লেখ করে তিনি বলেন, এই সেবা প্রদানকারী সংস্থাকে ঢাকাবাসীর জন্য ২৪ ঘণ্টাই সেবা প্রদানে নিয়োজিত রাখবো।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাপস বলেন, পুরান ঢাকার সমস্যা নিয়ে ইতোপূর্বে কেউ কখনো কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। আমাদের প্রথম পরিকল্পনা হবে ঐতিহ্যবাহী পুরাতন ঢাকা জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে।

তাপসের নির্বাচনি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিনভর লালবাগের বিভিন্ন ওয়ার্ডে নৌকা মার্কার প্রচারণা এবং জনসংযোগ করবেন ব্যারিস্টার তাপস।

আপনি আরও পড়তে পারেন