নিজের বিয়েতে পৌঁছাতেই পারলেন না ভারতীয় জওয়ান!

নিজের বিয়েতে পৌঁছাতেই পারলেন না ভারতীয় জওয়ান!

টানা দু’সপ্তাহ প্রবল তুষারপাতের ফলে কাশ্মীরেই আটকে থাকায় কর্তব্যরত জওয়ান পৌঁছাতে পারলেন না নিজের বিয়ের আসরে।

হিমাচল প্রদেশের মান্ডিতে বিয়ে ছিল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। বুধবার (১৫ জানুয়ারি) থেকেই শুরু হয়ে যায় বিয়ের অনুষ্ঠান। ধরমপুরের খৈর গ্রাম থেকে মান্ডির ডালেদ গ্রামে যাওয়ার কথা ছিল বরযাত্রীর। দুটি পরিবারই নিজেদের বাড়ি সুন্দর করে সাজায়। পৌঁছে গিয়েছিল আত্মীয়-স্বজন। কনের বাড়ির লোকজন বর সুনীলের আসার অপেক্ষা করছিলেন। বিয়ের জন্য ১ জানুয়ারি থেকে ছুটি নিয়ে রেখেছিলেন সুনীল। কয়েকদিন আগে তিনি বান্দিপোরার ট্রানজিট ক্যাম্পে পৌঁছেও গিয়েছিলেন।

তবে আবহাওয়া খারাপ থাকায় সুনীল সেখানেই আটকে পড়েন। প্রবল তুষারপাতে সবদিকের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। শ্রীনগর থেকে ফোনে সুনীল জানান, আবহাওয়া খারাপ থাকায় বিমানও বন্ধ রাখা হয়েছে। শেষমেষ বর বাড়ি পৌঁছাতে না-পারায়, বরযাত্রীও আর বিয়ের আসরে যায়নি। এতেই মানসিকভাবে ভেঙে পড়ে কনের পরিবার।

আপনি আরও পড়তে পারেন