ইউএনও পুড়িয়ে দিলেন বালু উত্তোলনের ১০ ড্রেজার মেশিন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন জব্দ করার পর ভেঙে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যোবায়ের হোসেন। শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৬ ঘণ্টা ধরে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ড্রেজারগুলো পোড়ানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনে ব্যবহৃত রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বর তালুক গ্রামে দেউলিয়া বিল থেকে ৪টি, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট ও বড়দরগা স্কুল সংলগ্ন নদী থেকে ৩টি এবং একই ইউনিয়নের বগুড়া পাড়া, গতিয়াসাম ও সরিষাবাড়ী সংলগ্ন নদী থেকে ৩টি মোট ১০টি ড্রেজার জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে ইউএনও মো. যোবায়ের হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন