স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

নাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ১ দিন বন্ধের পর আবারও আমদানি-রফতানির সকল কার্য্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বন্দরের সকল কার্য্যক্রম শুরু হয়েছে হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারাফ হোসেন প্রতাব মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রোববার বন্দরের আমদানি-রফতানি বন্ধ ছিলো। ১ দিন বন্দের পর সোমবার সকাল থেকে স্থলবন্দরে যথারীতি সকল প্রকার আমদানি-রফতানির কার্য্যক্রম শুরু হয়েছে। বন্দরে ভারতীয় ট্রাক আনলোডসহ দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা রফিকুজ্জামান জানিয়েছেন, সোমবার একদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টেধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক ছিলো। সোমবারও স্বাভাবিক রয়েছে।

আপনি আরও পড়তে পারেন