তামিম যেন ঘরের বাঘ

দেশের বাহিরে তার পারফরম্যন্স ঝলক দেখা যায় কালে-ভাদ্রে। কিন্তু ঘরের মাঠে তামিম ইকবাল যেন বাঘ। এরিমধ্যে সেই প্রমাণও মিলেছে।

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে রান করলেও সমালোচিত হয়েছেন কচ্ছপ গতির ব্যাটিং করে। তবে বিসিএলে ঠিকই ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি। খেললেন সাদা বলে ক্যারিয়ার সেরা ইনিংসও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, সেন্ট্রাল জোনের বিপক্ষে ইস্ট জোনের হয়ে ২৪৮ রানে অপরাজিত ছিলেন তামিম। আন্তর্জাতিক ও প্রথম শ্রেণীর ক্রিকেটে লংগার ভার্সনে এটিই তামিমের সেরা ব্যক্তিগত ইনিংস।

বড় দৈর্ঘ্যের ম্যাচে তামিমের আগের রানটি ছিলো ২০৬ রানের। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২৭৮ বল মোকাবেলা করে ১৭টি চার ও ৭টি ছক্কায় ২০৬ রান করেছিলেন তামিম।

এর আগে গতকাল (১ ফেব্রুয়ারি) ওয়ানডে স্টাইলে ১২৫ বলে প্রথম শ্রেণীর ক্রিকেটে ষোড়শ সেঞ্চুরির স্বাদ নেন তামিম। পরে সেটিকে ডাবল-সেঞ্চুরিতে রূপ দেন তিনি। ২৪২ বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করেন তামিম।

 

 

 

আপনি আরও পড়তে পারেন