অসুস্থ সোনিয়া গান্ধী, হাসপাতালে ভর্তি

ভারতের কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এএনআই।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোনিয়া গান্ধী দীর্ঘদিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন। তবে তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে তার সঙ্গে রয়েছেন ছেলে রাহুল গান্ধী এবং মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী।

অসুস্থতার কারণে শনিবার বাজেট পেশের সময়ও সংসদে হাজির হতে পারেননি কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী। তবে সংসদে ছিলেন রাহুল গান্ধী।

৭৩ বছর বয়সী সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। এর আগেও চিকিৎসার জন্য একাধিকবার যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে তাকে। সামনে দিল্লির বিধানসভা নির্বাচন। তার আগে নেত্রীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন দলের নেতাকর্মীরা।

 

 

 

 

আপনি আরও পড়তে পারেন