সংবাদ প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ ড্রেজারে আগুন।

নিজস্ব প্রতিনিধিঃ

দোহারের মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির পাশে চলছিলো অবাধে ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি বেচার উৎসব। দৈনিক আগামীর সময় অনলাইনে রবিবার সকালে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হলে তা প্রশাসনের নজরে আসে। রবিবার বিকেল ৩ঃ৩০ মিনিটে দোহার উপজেলার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সেখানে অভিযান চালান। অভিযান পরিচালনা করলে বালু উত্তোলন কারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনের যন্ত্রপাতি পুরিয়ে ফেলে এবং ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেলে। জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এ সব বিষয়ে প্রশাসন খুব কঠোর। অবৈধভাবে যত ক্ষমতাশালী ব্যক্তি বালু উত্তোলন করুক না কেনো প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

আপনি আরও পড়তে পারেন