চীনে করোনাভাইরাসে ১৭১৬ স্বাস্থ্যকর্মী আক্রান্ত, ৬ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত চীন। এখন পর্যন্ত ভাইরাসটিতে ৬৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। আক্রান্ত এসব রোগীদের চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করেছে বিশ্বের জনবহুল দেশটি। যথাযথ চিকিৎসায় সেরেও উঠছেন অনেকেই।

তবে মানবতার ব্রত নিয়ে রোগীদের চিকিৎসা করাতে গিয়ে চিকিৎকদের অনেকেই আক্রান্ত হয়েছেন ‘কোভিড-১৯’ নামের ভাইরাসটিতে। পাশাপাশি এ ভাইরাসে মারাও গেছেন বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের সহকারী পরিচালক জেং ইজিন এক সংবাদ সম্মেলনে জানান, করোনাভাইরাসে চীনে ১ হাজার ৭ শ ১৬ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। যা ভাইরাসটিতে মোট আক্রান্ত রোগীদের ৩ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে হুবেই প্রদেশের রয়েছেন১ হাজার ৫শ ২ জন।

গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এসব পরিসংখ্যান তুলে ধরার সময় এ কর্মকতা আরও জানান, ভাইরাসটিতে এরইমধ্যে ৬ জন স্বাস্থ্যকর্মী মারা গেছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে শেখ খবর পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮০ জনের। আক্রান্ত হয়েছেন মোট ৬৩ হাজার ৮৫১ জন। চীনের বাইরে ২৭টি দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। এছাড়াও চীনের বাইরে ফিলিপাইন, হংক ও জাপানে ৩ জনের মৃত্যু হয়েছে।

আপনি আরও পড়তে পারেন