নারী দিবসের পক্ষে নয় শবনম ফারিয়া

বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠানে বক্তৃতা ও সফল নারীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে রোববার (৮ মার্চ) পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। অথচ আলাদা করে নারী দিবস পালনের পক্ষে নন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি বলেন, নারীকে তার প্রাপ্য সম্মান বা তার অধিকার প্রতিষ্ঠা করতে কিংবা মাথা উঁচু করে দাঁড়াতে কোন দিবসের প্রয়োজন হয়না।’

কর্মক্ষেত্রে বা পরিবার কোন খানেই দেশে এখনও নারীর চলাচল মসৃণ নয়। একজন নারীকে শত বাধা, প্রতিবন্ধকতা পার হয়ে অনেকে সাফলতার শিখরে উঠতে হয়। তাই সমতার বিষয়টি যেনো প্রকৃতিগতভাবেই যেনো হয়। সেটা দিবসের মাধ্যমে সেলিব্রেট করার কোন কারণ নেই মন্তব্য করে শবনম ফারিয়া বলেন, ‘আমার মধ্যে নারী দিবসের ব্যাপারটা আসলে কাজ করেনা। তবুও আজ নারী দিবসে একটা জিনিস চাইবো সেটা হচ্ছে, আলাদা করে নারীদের জন্য কোন দিবসই যেনো না থাকে। আলাদাভাবে কেনো দিবস পালন করে নারীদের সমতা চাইতে হবে? নারী-পুরুষের সমতা যেনো প্রকৃতিগতভাবেই হয়।’

অভিনয়ের পাশাপাশি নারী অধিকার নিয়ে সোচ্চার ফারিয়ার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। সিনেমাতেও অভিষেক হয়েছে তার। অনম বিশ্বাস পরিচালিত হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস নিয়ে চলচ্চিত্র ‘দেবী’তে নীলু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন তিনি।

ব্যক্তি জীবনে স্পষ্টবাদী একজন মানুষ ফারিয়া। সমাজে নারীদের এখনও অনেকভাবেই দমিয়ে রাখার চেষ্টা করা হয় উল্লেখ করে ফারিয়া বলেন, ‘আমাদের সমাজে এখনও অনেক নারী খুব বেশি মাত্রায় নির্যাতিত ও নিগৃহের শিকার হচ্ছেন। অনেকভাবেই মেয়েদের দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এসব থেকে নারীরা উতরে উঠুক। তাই চাইবো সমতা সেলিব্রেট করার জন্য আলাদা কোন দিবসের কোন প্রয়োজন নেই বলে মত প্রকাশ করেন নন্দিত এই অভিনেত্রী।

আপনি আরও পড়তে পারেন