ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল আজিজ (৪০)। বুধবার (১৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে তার বাড়ির কাছে গাছে ঝুলে গলায় ফাঁস দেন আবদুল আজিজ।

আবদুল আজিজ জাহানাবাদ এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। বর্তমানে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ছিলেন তিনি। দুই মেয়ে এবং এক ছেলের জনক আবদুল আজিজ জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন।

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাজ উদ্দিন খান জানান, বিপুল অংকের ঋণের বোঝা মাথায় ছিল তার। জায়গাজমিও অল্প। ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। কারো কর্মসংস্থানের সুযোগও করে দিতে পারেননি। এসব নিয়ে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন আবদুল আজিজ। সেখান থেকেই আত্মহত্যা করেছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, সকালে বাড়ির অদূরে একটি গাছে আবদুল আজিজের মরদেহ ঝুলতে দেখেন লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এই নিয়ে অপমৃত্যু মামলা হয়েছে থানায়।

আপনি আরও পড়তে পারেন