‘জরুরি কাজ ছাড়া সবার হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত’

করোনাভাইরাস নিয়ে উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলেছে। থেমে যাচ্ছে বিশ্ব বাজার, ঘরবন্দি হচ্ছে সাধারণ নাগরিক থেকে, শোবিজ জগতের তারকারা। বিশ্বের অন্যান্য দেশের তারকাদের মতো আমাদের দেশের তারকারাও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

এ তালিকায় যুক্ত হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এ অভিনেত্রীও স্বেচ্ছায় গৃহবন্দি রয়েছেন। শুধু তাই নয়, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানও বন্ধ করে দিয়েছেন।

মিষ্টি জান্নাত গণমাধ্যমকে বলেন, করোনা আতঙ্কে আমার ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছি। এতে বেশ কয়েকজন কর্মচারী কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছি। ছুটি নিয়ে সবাই নিজ নিজ বাসায় চলে গিয়েছেন।

স্বেচ্ছা হোম কোয়ারেন্টাইন প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, আমি নিজেও কয়েকদিন ধরে বাসায় অবস্থান করছি। বাইরে বের হচ্ছি না। বাসায় একদম মন টিকছে না। তারপরও বাসায় অবস্থান করছি। স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে আছি। আমি মনে করি, জরুরি কাজ ছাড়া সবারই হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। এতে করে নিজেও নিরাপদ থাকবেন, অন্যকেও নিরাপদ রাখবেন।

মিষ্টি জান্নাত অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।

আপনি আরও পড়তে পারেন