শ্রীনগরে ফোন পেয়ে কর্মহীনের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির ইউএনও

আরিফ হোসেনঃ

শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামের অটোরিক্সা চালক ফজলুর রহমান করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকদিন ধরে কাজে বেরুতে পারছিলেননা। সরকারী নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পরায় পরিবারের সদস্যদের খাবার জোগার করতে পারছিলেন না । উপায় না দেখে ফজলুর রহমানের মেয়ে সরকারী ৩৩৩ নাম্বারে ফোন করে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারকে বিষয়টি জানায়।
বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল বাংলাদেশে কুইক রেসপন্স হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন ফজলুর রহমানের বাড়িতে। উপজেলা নির্বাহী অফিসারকে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হতে দেখে ফজলুর রহমানের পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পরেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সুস্থ্যতা চেয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন। উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিম হোসেন খান, ইউপি সদস্য সাহাদাত হোসেন রতন প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন