করোনাভাইরাস পরীক্ষার জন্য জগন্নাথপুরে ওমান প্রবাসীসহ দুইজনের নমুনা সংগ্রহ

 

মোঃ হুমায়ূন কবীর ফরীদি,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক
করোনাভাইরাস সংক্রম পরীক্ষার জন্য জগন্নাথপুরে ওমান প্রবাসী সহ দুই জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে ।
জানাযায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় চল্লিশ বছর বয়সী একজন ওমান প্রবাসী পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে । ওমানপ্রবাসীর নমুনা সংগ্রহের পর থেকে এই এলাকার করোনাভাইরাস সংক্রমনের রোগী পাওয়া গেছে বলে ৩ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলা সদরে গুঞ্জব ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধু সুধন ধর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী প্রতি উপজেলা থেকে দুজনের নমুনা সংগ্রহ করার কথা সেই সিদ্ধান্ত মোতাবেক ২ রা এপ্রিল রোজ বৃহস্পতিবার দুটি কিট পেয়ে দুজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছি। নমুনা সংগ্রহের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ আছে কীনা। তিনি লোকজন কে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন প্রাথমিকভাবে তাদের শরীরে করোনা ভাইরাস লক্ষন আছে বলে মনে হয়নি।

আপনি আরও পড়তে পারেন