কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে প্রথম ব্যক্তির মৃত্যু

 

ঢাকার কেরানীগঞ্জে প্রথম করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় করোনা উপসর্গ (জ্বর, কাশি ও ঠান্ডা) নিয়ে কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা থেকে সুলতান (৬৫) নামের এক ব্যাক্তি স্যার সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ডের) জরুরি বিভাগে ভর্তি হলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্য হয় ।

তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন বলেন, আমরা শুনেছি  দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা /ইমাম বাড়ি এলাকার এক লোক করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তবে বিষয় টি মিটফোর্ড হাসপাতালে হওয়ায় আমরা নিশ্চিত না সে করোনায় মারা গেছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

আপনি আরও পড়তে পারেন