জগন্নাথপুরের বালিকান্দী গ্রামের মধ্যবিত্ত এবং  হত-দরিদ্র পরিবারের মধ্যে খাদসামগ্রী বিতরণ

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

জগন্নাথপুরে করোনাভাইরাসে লকডাউন চলাকালীন মধ্যবিত্ত হত-দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে যুক্তরাজ্য প্রবাসী ও সিলেট শহরে বসবাসরত  ব্যাক্তিদের অর্থায়নে  দুই শত পরিবারে মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র  ও মধ্যবিত্ত জনসাধারণ । সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর হত-দরিদ্র  ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী  যুক্তরাজ্য প্রবাসী হাজী মোঃ নজরুল ইসলাম, মোছাঃ তেরাবান বিবি,মোঃ আবু ছুফিয়ান সুজন,মোঃ কামাল উদ্দিন বারী,মোঃ জালাল হোসেন,মোঃ আমিনুল ইসলাম, ফ্রান্স প্রবাসী মোঃ দুলাল আহমদ, ইতালি প্রবাসী মোঃ হুমায়ূন কবির, মোঃ রুবেল আহমদ, মোঃ রাহেল আহমদ, মোঃ তোফায়েল আহমদ ও সিলেট শহরে বসবাসরত বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ মাসুম আহমদ, মোঃ রাসেল আহমদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ আজমল খাঁ এবং ফ্রেন্ডস ফরএভার এর অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী ১২ ই এপ্রিল রোজ রবিবার  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ নুরুজ্জামান,  মোঃ রাসেল আহমদ,মোঃ মাসুদ আহমদ, সাংবাদিক মোঃ হুমায়ূন কবীর ফরীদি, মোঃ জালাল উদ্দিন, মোঃ আজমল খাঁ, মোঃ মঈনুল হোসেন,  মোঃ জসীম উদ্দীন  ও মোঃ সুহেল আহমআহমদ উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী  গ্রামের  হত-দরিদ্র, দিন মজুর ও মধ্যবিত্ত মানুষের মাঝে জনপ্রতি ৪ কেজি চাল,১ কেজি ডাল,১ কেজি পিয়াজ, ১লিটার তৈল, ৩ কেজি আলু ও লবন আধাকেজি করে  দুইশত(২০০) পরিবারের  মধ্যে বাড়ী বাড়ী গিয়ে  বিতরণ করেছেন।

আপনি আরও পড়তে পারেন