পুরো পরিবারে করোনা, শিশুকে দেখছেন নার্সরা

 

বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মরণব্যাধী কোভিড-১৯। আক্রান্ত মানুষকে সুস্থ ও সুরক্ষিত করতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টরা। সোশ্যাল মিডিয়া বারবার উঠে আসছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন মানবিক ছবি।

ভারতের রায়পুরের এইমস হাসপাতালের এমনই মর্মস্পর্শী ছবি নাড়া দিয়েছে সকলকে। করোনা আক্রান্ত মা ও পরিবারের অন্যান্য সদস্যরা, তাই ৩ মাস ও ২ বছর বয়সী ২ শিশুর দেখভাল করছেন হাসপাতালের নার্সরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামনে আসা এ ভিডিওতে দেখা যায়, ভারতের রায়পুরের এইমস হাসপাতালের দুই নার্স দেখভাল করছেন একটি তিন মাসের শিশুর। শিশুর মা সহ পরিবারের অন্যান্য আত্মীয় করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। করোনা নেগেটিভ কেবলমাত্র তিন মাসের শিশু ও তার ২ বছর বয়সী বড় বোন। তাই আপাদমস্তক পিপিই পোশাকে মুড়েও ওই দুই শিশুর খেয়াল রাখতে ব্যস্ত নার্সেরা।

 

টুইটারে এই ভিডিওটি পোস্ট করে এক ইউজার লেখেন, এই দুই শিশু ছাড়া পরিবারের আর সবাই করোনায় আক্রান্ত। এই তিন মাসের শিশু ও দুবছরের আরেক শিশু করোনা নেগেটিভ। শিশুর খেয়াল রাখার এই ছবি সত্যিই মর্মস্পর্শী

 

 

আপনি আরও পড়তে পারেন