এবার নবাবগঞ্জের চুড়াইনে ৩’শত পরিবার লকডাউন !

ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের ৩’শত পরিবারকে লক ডাউন করা হয়েছে৷ জরুরি প্রয়োজন ছাড়া ঐ এলাকায় অনিদিষ্টকালের জন্য সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু। তিনি বলেন, সকলের নিরাপত্তার জন্য আক্রান্ত ব্যক্তিরদের আশপাশের প্রায় আনুমানিক ৩’শত বাড়ি লক ডাউন করা হয়েছে৷ এবং এসব পরিবারের যে কোন সমস্যায় পাশে থাকবে উপজেলা প্রশাসন৷

উল্লেখ্য যে, গত (১৬ এপ্রিল) চুড়ানে দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়৷ এবং পরবর্তীতে (২০ এপ্রিল) আরও একজনের শরীরে করোনা শনাক্ত করা হয়৷ অপরদিকে একদিন পার না হতেই (২১ এপ্রিল) আরও দুইজন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়৷

মঙ্গলবার সকাল ৮:৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার(ডিসি) ডাঃ হরগোবিন্দ সরকার৷ এ নিয়ে চুড়াইন এলাকায় করোনা ভাইরাসে মোট পাঁচজন আক্রান্ত হলো।

আপনি আরও পড়তে পারেন