নবাবগঞ্জে চৌদ্দ’শ অসহায় পরিবারের পাশে মো. ওয়ালিউল্লাহ ভূঞা বাপ্পী

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের চৌদ্দ’শ অসহায়, দরিদ্র, করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন, রাইজিং কনস্ট্রাকশন এন্ড সিপিং কোম্পানির সত্বাধিকারী– জনাব মোঃ ওয়ালিউল্লাহ ভূঞা (বাপ্পী)। মানব ইতিহাসের এই ভয়াবহতম মহামারী দুর্যোগে- করোনা’ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব যখন স্থবির,প্রতিনিয়ত বানের পানির মত বাড়ছে মানুষের লাশ,প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে অসহায় ক্ষুধার্ত মানুষের সারি- প্রতিনিয়ত মুখ থুবড়ে পড়ছে- বিশ্ব অর্থনীতি,এমন-ই এক বিভীষিকাময় পরিস্থিতি মোকাবিলায় মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন, উন্নত বিশ্ব-ই অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় ভিতু সন্ত্রস্ত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের অধিকাংশ জনগোষ্ঠী ঘর বন্দি হয়ে দারিদ্রসীমার নিচে বসবাস করছে। কোন রকম পূর্বাভাস ছাড়াই মধ্যবিত্ত,নিন্ম মধ্যবিত্ত সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষের কর্মব্যস্ত জীবন হঠাৎ কর্মহীন হয়ে পড়ায় চরম সংকট মুহূর্ত পার করছে নিন্ম আয়ের মানুষ। ঠিক এমনই একটি অসহায় মুহূর্তে বরাবরের মতো পারিবারিক ঐতিহ্য কে ধারণ করে দানের হাত বাড়িয়ে দিয়েছেন, রাইজিং কনস্ট্রাকশন এন্ড সিপিং কোম্পানির সত্বাধিকারী মোঃ ওয়ালিউল্লাহ ভূঞা (বাপ্পী)। ইতিমধ্যে তিনি শোল্লা ইউনিয়নের ১৪০০ পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করে সকলের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হিসেবে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন! ঐতিহ্যবাহী শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের–প্রাক্তন ছাত্র সমিতি হেল্প সেন্টার তহবিলে ইতিমধ্যে- ৫০,০০০/ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন। পারিবারিক ভাবে শোল্লা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তা নির্মাণ কাজে নগদ অর্থসহ জমি দানের ক্ষেত্রে অত্র অঞ্চলে তার পরিবার সুপরিচিত। সকলের আন্তরিক পরামর্শ ও সহযোগিতা নিয়ে অসহায় মানুষের জন্য ত্রাণ বিতরণ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া সমাজের বিত্তবানদের এমন আপত্কালীন সময়ে দানের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আপনি আরও পড়তে পারেন