ফেনীতে করোনার আপদকালীন সময়ে সাদিয়া সুলতানা রাত্রিদের অন্যরকম অভিযান

জহিরুল আলম কামরুল, ফেনী,

বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষগুলি যখন হোম কোয়ারেন্টিনে গৃহে অবস্হান করছে। ঠিক তখনি নিজেদের জীবনের ঝুকি নিয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর সার্বিক সহযোগিতায় ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া সুলতানা রাত্রি ও তার সহকর্মীদের নিয়ে মাসব্যাপী শহরের ভাসমান ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরন করে যাচ্ছেন। তার এ মহৎ কর্মযজ্ঞে ফেনী সরকারী কলেজ ছাত্রলীগ নেতাকর্মী এবং ফেনী সরকারী কলেজ ছাত্র সংসদ নেতারা যৌথভাবে অংশগ্রহন করছেন। এ মহৎ অভিযানে যে ক’জন নেতা-নেত্রী সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং কাজ করছেন তাদের মধ্যে অগ্রভাগে রয়েছেন সাদিয়া সুলতানা রাত্রি।
সাদিয়া সুলতানা রাত্রি ফেনী সরকারী কলেজ ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করছেন। আর এই ভিন্নধর্মী কর্মকান্ডে উৎসাহ ও সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন ফেনী-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ছাত্রনেতা রাত্রি বলেন, ফেনীতে সরকারী ছুটির শুরুতে যখন চারপাশে যানবাহন, দোকান পাট এবং কর্মচাঞ্চল্য থমকে যায়-তখনই লক্ষাধিক পরিবারকে ত্রাণ সহায়তা দিতে মাঠে নামেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি। এর পর পরই তিনি ভাসমান ছিন্নমূল মানুষকে রান্না করা খাবার বিলির বিষয়ে আমাদের দিক নির্দেশনা দেন। সে হিসেবে আমরা স্বল্পতম সময়ের মাঝে প্রস্তুতি নিতে থাকি এবং শহরের বিভিন্ন স্হানে মাসব্যাপী ছিন্নমূল অসহায় ও ভাসমান মানুষের মাঝে আমরা খাবার বিলি করি। এটা তদারক করেন কয়েকজন দায়িত্বশীল নেতা। রাত্রি বলেন, আমাদের ছাত্রসংগঠনের বেশ বড় একটি টিম এতে কাজ করছে। সবার মাঝে সমন্বয়টাও বেশ ভালো ছিল। এ জন্য আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজ করে যাচ্ছি।

রাত্রি ফেনী সরকারী কলেজের অনার্স প্রথম বর্ষে বাংলায় বিভাগে পড়ালেখা করছেন। দুই বোনের মাঝে রাত্রি ছোট। পড়া লেখার পাশাপাশি ফেনী আবৃত্তি একাডেমীতে আবৃত্তি শিখছেন তিনি। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডে অংশ নিতে ভালো লাগে তার। ভবিষ্যতে পড়াশোনার পাশাপাশি ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চার মধ্য দিয়ে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তিনি। আর কাজ করে যেতে চান সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্যে। রাত্রি বলেন, কলেজের সাধারণ শিক্ষার্থীদেরও নানা সমস্যা নিয়ে আমরা কাজ করছি, তাদের ন্যায্য দাবি আদায়ে পাশে থাকারও চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের দেশ করোনার আপদকালীন সময়ে একটা কঠিন সময় পার করছে। এ অবস্থায় রাষ্ট্রের সকলে মিলে এক হয়ে কাজ করলে হয়তো আমরা এ বিপদ থেকে মুক্তি পেতে পারি।

 

আপনি আরও পড়তে পারেন