গণস্বাস্থ্য কেন্দ্রের কিট মার্কিন গবেষণা প্রতিষ্ঠানে হস্তান্তর

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ মার্কিন গবেষণা প্রতিষ্ঠানকে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের কাছে হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

এই উদ্ভাবিত কিট চূড়ান্ত অনুমোদনের জন্য আজ স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা ছিলো। কিন্তু প্রতিষ্ঠান দুইটির কোন প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেয়নি।

রবিবার (২৬ এপ্রিল) এই কিট সরকারের সংস্লিষ্ট অফিসে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। করোনা ভাইরাস পরীক্ষায় উদ্ভাবিত কিট শতভাগ সফল বলেও দাবি করেন তিনি।

আপনি আরও পড়তে পারেন