নবাবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে চিকিৎসকের বৈঠক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
“সন্দেহভাজন করোনার উপসর্গ নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের কেউ মুত্যু বরণকারীর দেহ নিরাপদে সৎকার ব্যবস্থাপনার নির্দেশনা নিয়ে বৈঠক করেছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সীমিত পরিসরে এ বৈঠক করা হয়। এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, সন্দেহভাজন করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে সৎকারের আগে ল্যাবরেটরির প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির দ্বারা সুরক্ষা পোশাক পরিধানপূর্বক তার নমুনা সংগ্রহ করতে হবে। চার সদস্য বিশিষ্ট একটি দল সম্পূর্ণ সুরক্ষা পোশাক পরিধানপূর্বক মৃতদেহকে সৎকারের জন্য প্রস্তুত এবং বহন করবে। মৃতদেহের সৎকারের জন্য মৃতদেহের সকল ছিদ্রপথ যেমন নাক,কান,পায়ুপথ ইত্যাদি তুলা দিয়ে ভাল করে বন্ধ করে দিতে হবে। যেন কোন তরল গড়িয়ে বের হতে না পারে। মৃত্যুর স্থানেই দেহটিকে প্লাষ্টিকের কভার দিয়ে মুড়িয়ে রাখাসহ মৃতদেহের ব্যবস্থার নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ডা. প্রীতম, প্রবীর কুমার সাহা, অনুপম দত্ত নিপু, হরিদাস মজুমদার প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন