নবাবগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
মহামারি করোনা ভাইরাস প্রাদুভাবে ঢাকার নবাবগঞ্জের কর্মহীন, বিদেশ ফেরত অভিবাসী, মহিলা প্রধান পরিবার, শ্রমিক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা ‘বাস্তব’। সংস্থার সেফ মাইগ্রেশন প্রজেক্টের আওতায় বুধবার সকাল ৯টায় উপজেলা সদর কার্যালয় থেকে ও দুপুরে নয়নশ্রী ও বান্দুরা এলাকার শতাধিক পরিবারে এসব বিতরণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও ইউকেএইড এতে অর্থায়ন করেন। এর মধ্যে পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি তেল, দুটো সাবান ও দুটো মাস্ক দেয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থার আ লিক ব্যবস্থাপক মুহাম্মদ আখতারুজ্জামান, এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম মিজি, শাখা ব্যবস্থাপক মোছা. মাকসুদা রহমান, হিসাবরক্ষক আজাহারুল ইসলাম, মাঠ কর্মকর্তা সীমা ঠাকুর ও উম্মে জাহান সুইটি, সমাজকর্মী অ্যাড. একেএম নাসির উদ্দিন প্রমূখ।

আপনি আরও পড়তে পারেন