ভারতে করোনায় একদিনে ৩ হাজার ৫৬১ জন আক্রান্ত ও ৮৯ জন মৃত্যুর রেকর্ড

ভারতে লক ডাউন শিথিলে বেড়ে গেছে করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন হাজার ৫৬১ জন নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে আরও ৮৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান থেকে , দেশটিতে করোনায় এ পর্যন্ত ৫৩ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭৮৭ জন। বুধবার পর্যন্ত মৃত্যুর হার ১০ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে , কয়েক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে ভারতে আক্রান্ত-মৃত্যুর সংখ্যায় স্থিতাবস্থা দেখা দেয়। কিন্তু অর্থনীতি সচল করতে লকডাউন শিথিলের পর মের শুরু থেকেই ওই চিত্র পাল্টে যায়। গত তিনদিনেই দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।সপ্তাহখানেক আগেও ভারতে প্রতিদিন দেড় থেকে দুই হাজার করে নতুন আক্রান্ত শনাক্ত হত, এখন এ সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় অনেক কম। সেজন্য দেশটিতে আগেভাগে লকডাউন ঘোষণাকে কৃতিত্ব দেয়া হয়েছিল। সংক্রমণ মোকাবেলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছিলেন। কিন্ত লকডাউন শিথিলে ফের করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখা বাড়তে শুরু করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুম্বাই, দিল্লি, আহমেদাবাদের মতো তুলনামূলক ঘনবসতিপূর্ণ শহরগুলোতেই সংক্রমণ হু হু করে বাড়ছে।

 

আপনি আরও পড়তে পারেন