দোহার নবাবগঞ্জে সেচ্ছাসেবকলীগের ইফতার সামগ্রী বিতরন।

নিজিস্ব প্রতিনিধিঃ

করোনা পরিস্থিতিতে থেমে নেই সেচ্ছাসেবকলীগের ধারাবাহিক কার্যক্রম। সারা বাংলাদেশেই সেচ্ছাসেবকলীগ নিম্ম আয়ের মানুষের পাশে দাড়িয়েছে। ঢাকার দোহার নবাবগঞ্জে সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের নেতৃীত্বে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। দিন যত যাচ্ছে দেশে ততো করোনা রোগীর সংখ্যা বাড়ছে। মানবেতর জীবনযাপন করছে দরিদ্র শ্রেনীর মানুষেরা। আর এই সকল দরিদ্র পরিবারের পাশে সেচ্ছাসেবকলীগ ধারাবাহিক ভাবে খাদ্য বিতরন করছে। সেচ্ছাসেবকলীগের পক্ষ হতে ঢাকার দোহার নবাবগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হবে এবং এরই ধারাবাহিকতায় রবিবার দিন ব্যাপি দোহারের নয়াবাড়ি, নবাবগঞ্জের জয়কৃঞ্চপুর, কোমরগঞ্জ, বাহ্রা ও চূড়াইন ইউনিয়নে ২ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিক্রি দেন সেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, জননেত্রী মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ সবসময় মেহনতি মানুষের পাশে ছিলো এবং থাকবে। শেখ হাসিনা যতদিন রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন অনাহরে কেউ মারা যাবে না। সেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা সারা বাংলাদেশেই যার যার অবস্থান থেকে মেহনতি মানুষের পাশে দাড়িয়েছে। করোনা পরিস্থিতিতে আমরা দোহার নবাবগঞ্জে প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এখন রমজান মাসে দোহার নবাবগঞ্জে ৫ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেয়া হবে। তিনি আরো বলেন, আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনাদের কল্যান হবে। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নেতা রাহুল ঘোষ, মির্জা মুর্শেদুল আলম মিলন, বিপুল বিশ্বাস, ঢাকা জেলা সেচ্ছাসেবকলীগের জয়েন সেক্রেটারি এ্যাড. কামরুজ্জামান, পাঠাগার বিষয়ক সম্পাদক অমল মজুমদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ আবু সহ আরো অনেকে।

আপনি আরও পড়তে পারেন